ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে পুতিন মূলত ইউক্রেনরে ল্যান্ড লকড কান্ট্রিতে রুপান্তরিত করতেছে, ফলে ইউক্রেনের বাকী অংশ এমনিতেই রাশিয়ার নিয়ন্ত্রনের বাইরে থাকতে পারবে না। রাশিয়ার এই ঘোষণার ফলে বিশ্ব-পরিস্থিতি আরো খারাপ দিকে যাবে।

ঐদিকে গ্যাস পাইপলাইনে স্যাবোটাজ চলমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতি আরো খারাপ করে দিচ্ছে যা ইউরোপের ইকোনমিতে বিশাল ধাক্কা তৈরি করতে যাচ্ছে।

বিশ্বের সামনে সময় খুবই খারাপ।

মূল বিষয় হচ্ছে যে অর্থনৈতিক মন্দার দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেটা আমরা কিভাবে মোকাবিলা করবো?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।