আমেরিকনরা লজিকরে বেশী প্রাধান্য দেয় আর এশিয়ানরা ইনটুইশন। এই পর্যবেক্ষন স্টিভ জবস দিয়েছিলেন। আরো বলছিলেন যে— উনি লজিক + ইনটুইশন ব্যবহার করেছেন অ্যাপলের প্রোডাক্টগুলো ডেভেলপ করতে গিয়ে।
জবস জাপানিজ আর জেন ফিলোসফি দ্বারাও প্রভাবিত ছিলেন। জাপানিজদের থেকে পারফেকশন, জেনদের থেকে মিনিমালিজম আর আমেরিকানদের থেকে লজিক্যাল চিন্তা ও টেকনোলজির এক অদ্ভুত কম্বিনেশন ছিলেন। আবার জন্ম সূত্রে মুসলিম ছিলেন।
এই বৈচিত্রময়তা উনার ইউনিকনেসের একটা কারণ হয়তো।