আমেরিকনরা লজিকরে বেশী প্রাধান্য দেয় আর এশিয়ানরা ইনটুইশন। এই পর্যবেক্ষন স্টিভ জবস দিয়েছিলেন। আরো বলছিলেন যে— উনি লজিক + ইনটুইশন ব্যবহার করেছেন অ্যাপলের প্রোডাক্টগুলো ডেভেলপ করতে গিয়ে।
জবস জাপানিজ আর জেন ফিলোসফি দ্বারাও প্রভাবিত ছিলেন। জাপানিজদের থেকে পারফেকশন, জেনদের থেকে মিনিমালিজম আর আমেরিকানদের থেকে লজিক্যাল চিন্তা ও টেকনোলজির এক অদ্ভুত কম্বিনেশন ছিলেন। আবার জন্ম সূত্রে মুসলিম ছিলেন।
এই বৈচিত্রময়তা উনার ইউনিকনেসের একটা কারণ হয়তো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।