খেয়াল করে দেখেন, স্কুল লাইফের পরে বন্ধু পাওয়া কত কঠিন! বয়স বাড়ার সাথে সাথে স্বার্থ চিন্তা বাড়ার ফলে এটা ঘটে। প্রফিট না দেখলে যে সমাজে বন্ধু বানায় না অধিকাংশ লোক, সেখানে আপনি একা নিঃস্বার্থ হয়েও বন্ধু পাবেন না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।