তিন দিনে ৬৫৮১ টা পোস্টের ভেতরে ৫৩০ টা পোস্ট শর্ট করলাম। নিজের পুরানো পোস্ট পড়তে ভালোই লাগে। তবে একইসাথে কয়েকটা বিষয় খেয়াল করলাম—

১) লেখালেখির ক্ষেত্রে ফেসবুক প্রচুর ডিসট্রাক্ট করে। তবে ফেসবুকের কারণেই এত বিচিত্র সব বিষয়ে লেখালেখি হয়।
২) ফেসবুকের লেখাগুলোর অধিকাংশই ছোট হওয়াতে ভবিষ্যতে কনটেক্সট না জানা থাকায় অর্থহীন গার্বেজে রুপান্তরিত হবে। তাই এখন থেকে আমার সাইটে প্রতিটা লেখার সাথে কনটেক্সট যুক্ত করে রাখবো।

এটা খুবই ভালো ব্যাপার যে ফেসবুক বন্ধ হয়ে গেলেও লেখাগুলো হারাবে না। কিন্তু মন্তব্যগুলো তো হারিয়ে যাবে। সাইটে মন্তব্যের অপশন যোগ করছি তাই। সেই সাথে প্রতিটা লেখার সাথে রিলেটেড থট, নিউজ লিংক ও অন্য সব ধরনের লিংক যোগ করে রাখবো। ভবিষ্যতে এগুলো বেশ কাজে দিবে।

Thinkr CMS দিয়ে যারা নিজের সাইট বানাবেন, তারাও এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। আগামী মাসের শেষের দিকে Thinkr CMS পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে। চেষ্টা করবো যতটা সম্ভব কম প্রাইসে দিতে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।