ক্যারিয়ার ও জীবনের কয়েকটা মেজর সিদ্ধান্ত নিলাম আজকে।
১) বর্তমানে হাতে থাকা দু'টো ক্লায়েন্টের কাজ আগামী অক্টোবর নাগাদ শেষ হবে। এরপর আর নতুন কোন ক্লায়েন্ট নেব না আমরা।
২) ২০২৩-২৪ সাল কাটাবো বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে। সপ্তাহে একটা জেলায় গেলে দেড় বছরের ভেতরে পুরো বাংলাদেশ কাভার করা সম্ভব।
৩) নভেম্বর-ডিসেম্বর ফ্যামিলির সাথে ঘুরতে বের হবো। ফলে, আমার যাযাবর জীবনের শুরু হতে যাচ্ছে আগামী নভেম্বর থেকে।
এই ঘুরাঘুরির সময়টা কাজের পাশাপাশি বইগুলো লিখে শেষ করবো সব। সেই সাথে একটা ইউটিউব চ্যানেল শুরু করবো বাংলাদেশের উপরে। ৬৪ জেলায় ঘুরতে ঘুরতে জেলাগুলোর উপরে প্রামান্যচিত্র তৈরি করবো।
দেখা যাক কী হয়। আল্লাহ ভরসা!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।