তখন মেসে থাকি। নিকুঞ্জের একটা ফ্ল্যাট ভাড়া করে ৪/৫ জন মিলে থাকা আরকি। AIUB-র এক ছোটভাই ছিলো, কম্পিউটার সায়েন্সে পড়তো বলে আমার সাথে একটু বেশী খাতির। সে একদিন বললো- 'ভাইয়া, রাজনীতি জিনিষটা আসলে কী? দুই মিনিটে বুঝাইতে পারবেন?'
আমি বললাম—
লুক এট আওয়ার মেস ম্যানেজার। আমাদের কাছ থেকে বাড়িভাড়া, বাজার খরচ তুলে সে। খেয়াল করে দেখ, সে আমাদের টাকায় থাকে এবং খায়, কিন্তু বাসার সবচাইতে ভালো রুমটা তার দখলে। কোন মেস সদস্যের সাথে ঝামেলা হলেই বলে, 'তোমাদের জন্য আমি হ্যান করেছি, ত্যান করেছি... ব্লা ব্লা'।
এখন এই মেসটা মনে করো একটা দেশ আর সে হইলো ক্ষমতাসীন সরকার।
দ্যাটস পলিটিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স ইন টু মিনিটস!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।