পার্টনারশীপ - ৯

বাবা-মা'য়ের পরে আমাদের সবচাইতে আপন হওয়ার কথা ভাই/বোনরা। এই ভাই বোনদের সাথে যদি কারো সম্পর্ক ভালো না থাকে, সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার।

ভাই-বোনদের সাথেও যে সম্পর্ক খারাপ হতে পারে, এটা প্রথমে যখন জেনেছি তখন এই প্রশ্নগুলো জেগেছিলো-

কারো আপন ভাইবোন কিভাবে প্রতিদ্বন্দ্বী হতে পারে?
কেন কেউ নিজের ভাইবোনদের হিংসা করবে?
ইগো কেন ও কিভাবে কাজ করে এখানে?

স্কুলে থাকতে যখন গল্প-উপন্যাসে এধরনের বিষয়ের সন্ধান পাই, তখন ভেবেছি এগুলো বাস্তবে ঘটে না হয়তো। কলেজে উঠার কিছুদিন আগে প্রথম এধরনের ঘটনা নোটিশ করি আমাদের পরিচিত এক পরিবারে। তখন থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। এর সব উত্তর যে খুঁজে পেয়েছি, এরকম না। তবে এটুকু বলতে পারি যে- এর সাথে প্যারেন্টিং জড়িত। এই বিষয়ে প্যারেন্টিং সিরিজ/বইয়ে আরো বিশদ আলাপ থাকবে। আপাতত এর থেকে বের হয়ে আসার কিছু উপায় বের করার চেষ্টা করি।
এধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে যেসব মাইন্ডসেট কাজ করে, তার পেছনে কাজ করে কিছু ক্যালকুলেশন। সম্পর্ক যে ক্যালকুলেশনের ব্যাপার না, এটা বুঝার মত ম্যাচুরিটি না থাকার ফলে লোকজন এই হিসাব করে। এছাড়াও আছে দুনিয়া সম্পর্কে অজ্ঞতা।

এই ম্যাচুরিটি আর দুনিয়ার জ্ঞান তো কারো ভেতরে সরাসরি ইনজেক্ট করার উপায় নেই, তবে কিছু বিষয় নিয়ে ভাবা যেতে পারে।

আপনার বয়স যদি এখন ২৫ হয়ে থাকে, তাহলে আপনার ভাইবোনদের সাথে কাটানো সময়ের পরিমান কমপক্ষে ২০ বছর। ৭৩০৫ দিন হয় ২০ বছরে। এর মাঝে অন্তত ৭ হাজার দিন আপনি অবশ্যই ভাই-বোনদের সাথে একসাথে থেকেছেন ধরে নেয়া যায়। এই ৭ হাজার দিনে হয়তো আপনার মন খারাপ হওয়ার মত ও রেগে যাওয়ার মত অনেকগুলো কারণ ঘটিয়েছে আপনার ভাই বা বোন। কিন্তু, কতটি?

এক্ষেত্রে ভেবে দেখেন, আপনার প্রিয় কোন বন্ধু বা ব্যক্তির সাথে আপনি কতদিন কাটিয়েছেন?

আমি বলবো, যাদেরকে আপনি নিজের ভাই-বোনের চাইতেও বেশী পছন্দ করেন, তাদের সাথে মাত্র ৭০ দিন থেকে আসেন। ভার্সিটি হল বা মেসে যারা থেকেছেন, কিংবা দেশের বাইরে আছেন, তারা জানেন আমি কী বলতে চাচ্ছি। এই ৭০ দিন থাকার পর আপনিও জানতে পারবেন। কমপক্ষে এক মাস থেকে আসুন। বুঝতে পারবেন, আরেকজন মানুশের সাথে একসাথে থাকলে কত কী হতে পারে।

এই একমাস থাকা না গেলেও আপনি জানবেন একদিন। কিন্তু অনেক পরে। হয়তো দূরে চলে যাওয়ার পর অথবা বিয়ের পর। কিন্তু, সেই পর্যন্ত অপেক্ষা করবেন? অপেক্ষা না করে একটু ভেবে দেখতে পারেন।

একই পরিবেশে ও পরিস্থিতিতে বড় হওয়া আপনার ভাইবোনদের সাথে মননগত যে মিল আপনার আছে, সম্পূর্ন ভিন্ন পরিবেশ থেকে আসা আরেকজনের সাথে সেই মিল না থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে, একই ঘরের ভাই-বোনদের সাথেই যদি আপনি মিলে-মিশে না থাকতে পারেন তাহলে দূরের কারো সাথে থাকবেন কিভাবে?

ভাবতে থাকেন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।