বিজ্ঞাপণ দেখিয়ে টাকা কামানোর জন্য ২০১১ সালে Shane Fulmer নামে এক লোক World Population Review নামে একটা ওয়েব সাইট বানিয়ে নানা ধরনের Ranking দেখিয়ে বেড়াচ্ছে, যার কোন ক্রেডিবিলিটি নাই। Shane Fulmer নামের ঐ লোকের কোথাও কোন পরিচিত আপনি পাবেন না, World Population Review নামের কোন সংস্থারও কোন অস্তিত্ব নাই।
এই সাইটের সোর্স ব্যবহার করে বাংলাদেশের কোন একটা পোর্টাল ক্লিক বেইট টাইপ একটা আর্টিকেল ছাপিয়েছে, আর সেটা নিয়া সোশ্যাল মিডিয়ায় লোকজন বাংলাদেশীদের আইকিউ ১৫০তম প্রচার করে বেড়াচ্ছে।
কিয়েক্টাবস্থা!