চিন্তা করার পর আমরা যে সিদ্ধান্তে পৌঁছাই, সেটা কিছু তথ্য মাত্র। দুই পাতা লম্বা একটা ম্যাথ করার পর শেষে এক বা দুই লাইনে ফল লেখার মতই তথ্য। দুই পাতা ভর্তি পুরো ম্যাথটা হচ্ছে 'চিন্তা' বা 'চিন্তা-পদ্ধতি'।
বই পড়ার সাথে যদি চিন্তা না করেন, তাহলে সেটা অংকের ফল মুখস্ত করার মতই একটা ব্যাপার। তখন আপনি কিছু তথ্য গ্রহন করছেন মাত্র। চিন্তা ছাড়া এই তথ্য কোন কাজে আসে না।
চিন্তা করার ক্ষমতা তৈরি হলে অল্প সময়ে অনেক বেশী জানা ও বুঝা সম্ভব হয় এবং এই ক্ষমতা জ্যামেতিক হারে বাড়তে থাকে। তখন আপনি সবকিছু থেকেই শিখতে পারবেন। সবকিছুতেই নিদর্শন খুঁজে পাবেন।
চিন্তাশীল হওয়া এজন্যই এত গুরুত্বপূর্ন।