বাংলায় অসংখ্য ভুল পরিভাষা/প্রতিশব্দের ভেতরে 'মধ্যবিত্ত' অন্যতম, যেটা আমাদেরকে 'বিত্ত' দিয়ে বড়-ছোট ভাবা শেখায়। এর থেকে বের হয়ে আসতে হবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।