'এত জেনে বা চিন্তা করে কী লাভ?', জানতে চেয়েছিলো একজন।
বলেছিলাম— মনে কর দুইজন লোক হেঁটে যাচ্ছে পাশাপাশি। একজন দেখছে রুক্ষ মরুভূমি। অথচ একই পথে হেঁটে যাওয়া অন্যজন দেখছে সবুজ অরণ্য, ঝরনা, পানি, ঝিরঝির বাতাস।
একজন জ্ঞানী ও চিন্তকের সাথে সাধারণের দেখার পার্থক্য অনেকটা এরকমই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।