Thinkr Note (আমাদের ড্যুয়াল স্ক্রিন ট্যাব) এর দাম ২০০ ডলারের উপরে চলে যাচ্ছে দেখে কম দামের ভেতরে একটা ই-রিডার এর ডিজাইন করার চেষ্টা করছি। সবচে কমদামি কিন্ডেলের দাম তো ১২-১৫ হাজার। এর অর্ধেক দামে যদি এটা আনা সম্ভব হয়, তাহলে অনেকের হাতেই ই-রিডার পৌঁছে দেয়া যায়।

৭ ইঞ্চি x ৩ ইঞ্চি সাইজের এই ই-রিডারে এমন দুটো অতিরিক্ত সুবিধা থাকবে যা কিন্ডলে নেই—
১) পোর্টেবিলিটি (কিন্ডলের অর্ধেক ওজন ও সহজে বহনযোগ্য)
২) রেগুলার বুক সাইজে বই পড়ার সুবিধা (ল্যান্ডস্কেপ)

ল্যান্ডস্কেপ মুডে ২.৫ ইঞ্চিতে পৃষ্ঠার পুরোটা একসাথে দেখা যাবে না; যা হয়তো কিছুটা সমস্যা সৃষ্টি করবে, তবে এতে পড়ায় ফোকাস বাড়বে। আরেকটা সুবিধা হলো খুব ছোট আর হালকা হওয়াতে এক হাতে ধরেই ঘন্টার পর ঘন্টা বই পড়া যাবে। পেপার জিসপ্লের কারণে এক চার্জে এক সপ্তাহ ব্যবহার করা যাবে কমপক্ষে।

একজন নিয়মিত পাঠক হিসেবে আমি এরকম কিছু পছন্দ করবো সন্দেহ নাই, কিন্তু অন্যরা কিভাবে নিবে সেটাই দেখার বিষয়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।