প্যারেন্টিং - ৫৪

সমালোচনা/গীবত/পরনিন্দা থেকে বাচ্চাদের দূরে রাখবেন এবং বয়স ১০/১২ হওয়ার পর এসব থেকে যেন তারা দূরে থাকে সেই শিক্ষা দিন।
সমালোচনা/গীবত/পরনিন্দা জিনিষটা মূলত আত্মতুষ্টির জন্য করে লোকে। এটা বিনোদনের উপকরন। অসুস্থ বিনোদন।

এই অসুস্থ বিনোদনে অভ্যস্ত হওয়ার অনেকগুলো খারাপ দিক আছে। এর ভেতরে একটা হচ্ছে— এটা তাদেরকে বন্ধুহীন করে দিবে।

বিশেষ করে ফ্যামিলির কারো ব্যাপারে বাচ্চাদের কখনো উস্কে দিবেন না। ফ্যামিলির এই ব্যাপারটা নিয়ে পরের পর্বে বিস্তারিত বলবো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।