প্যারেন্টিং - ৫২

নিজের খারাপ পরিস্থিতির জন্য অন্যদের দোষারোপ করা বা ব্লেইম দেয়া একটা মানসিক সমস্যা। এই সমস্যার শুরু হয় একদম ছোটবেলা থেকে।
অনেক প্যারেন্ট আছে যারা বাচ্চাদের অযথাই বকাঝকা করে, সবকিছু নিয়েই ব্লেইম দিতে থাকে। এতে বাচ্চাটা সবসময় ভয়ে ভয়ে থাকে, কখনো কী দোষ করে ফেললো, আবার কী নিয়ে বকা খাবে। এরকম ভয়ের ভেতরে বাস করায় তার সঠিক মানসিক গঠন ব্যহত হয়। একটা সময় পর এদের কাছে এরকম বকাঝকা করা, ব্লেইম দেয়াটা স্বাভাবিক বিষয়ে পরিনত হয় ফলে বড় হয়ে নিজেরাও অন্যদের ব্লেইম দিতে শুরু করে। সবকিছুতেই অন্যদের দোষ খুঁজে পায়, নিজের ভুল অন্যদের উপরে চাপানোর চেষ্টা করে এবং নিজের দুরাবস্থার জন্য অন্যদের দায়ী করার চেষ্টা করে।

এরপর এরা যখন প্যারেন্ট হয়, নিজেদের বাচ্চাদের সাথেও একই কাজ করতে থাকে। তাতে এদের বাচ্চারাও বড় হয়ে এরকম হয়। একটা দুষ্ট চক্রে (vicious circle) আটকা পড়ে থাকে এরা। খুব অল্প সংখ্যকই এই চক্র থেকে বের হতে পারে।

এধরনের চক্রে যদি আপনার নিজেকে আবিষ্কার করে থাকেন, তাহলে এটা ভাঙার চেষ্টা করুন। ভালো প্যারেন্ট হওয়ার জন্য এধরনের চক্র থেকে বের হতে পারা জরুরী।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।