যদি IMF এর লোন পাওয়ার জন্যই সরকার জ্বালানির মূল্য এভাবে বাড়িয়ে থাকে, তাহলে দেশ মারাত্বক অর্থনৈতিক সংকটে আছে। আপনি আমি যতটুকু জানি বা গেস করতে পারি, তার চাইতে অনেক বেশী খারাপ অবস্থা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।