প্যারেন্টিং - ৪৭
লার্নিং একটি ন্যাচারাল প্রসেস। আপনি যদি জোর করতে যান, তাহলে নেচারাল প্রসেস বিঘ্নিত হবে। ফ্লো এর ভেতরে কোনকিছু শেখানো সবচাইতে সহজ। তাই ফ্লো বুঝতে পারা জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।