প্যারেন্টিং - ৪৬

একজন মানুশ যেহেতু হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, তাই প্রথম কাজ হচ্ছে তার হার্ডওয়্যার বা শারীরিক সুস্থ্যতা নিশ্চিত করা, সাথে মানসিক বিষয়টার দিকে খেয়াল রাখা। আর এটা শুরু হয় বাচ্চা পেটে আসার পর থেকেই। বাচ্চারা মায়ের পেটে থাকতেই শারীরিক ও মানসিক গঠন শুরু হয়। তাই বাচ্চা নেয়ার আগে সকলের উচিত এ বিষয়ক যথাযথ জ্ঞান অর্জন করে নেয়া, কোর্স করা।

বাচ্চা পেটে আসার পর থেকেই তার শারীরিক ও মানসিক গঠনের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। যেহেতু বাচ্চা তখন মায়ের পেটে থাকে, তাই এসময় তার ফুড এন্ড নিউট্রিশন মানে হচ্ছে মায়ের ফুড এন্ড নিউট্রিশন। তার মানসিক অবস্থা মায়ের মানসিক অবস্থার সাথে কানেক্টেড, তাই ওসময় তার মায়ের মানসিক অবস্থা ঠিক রাখা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা মানে বাচ্চার জন্যও সেটা করা।

এটা এত ব্যাপক একটা বিষয় যে, শুধুমাত্র এই মায়ের যত্ন নিয়েই বিশাল আকারের কয়েকটা বই লিখে ফেলা সম্ভব। তাই, এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে জানার চেষ্টা করুন। প্রয়োজনে কোর্স করুন, কনসাল্টেন্সি নিন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।