প্যারেন্টিং - ৪২
বাংলাদেশ এত বেশী দূর্নীতিগ্রস্থ একটা দেশ যে, এদেশে সৎ থাকাটা রীতিমত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর্মী হিসেবে যাদের যোগ্যতা অনেক কম, তাদের পক্ষে সৎ থেকে জীবনধারণ করা প্রায় অসম্ভব ব্যাপার। আর এই যোগ্যতা কম থাকার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী।
আমাদের শিক্ষা ব্যবস্থা টু মাচ খারাপ হওয়াতে এখানে যোগ্য লোক তৈরি হয় না বললেই চলে। কিন্তু যারা ভালো প্যারেন্ট পেয়েছে তারা এই ভয়াবহ খারাপ শিক্ষা ব্যবস্থার ভেতরেও নিজেদের যোগ্য করে তুলতে পেরেছে। ভালো প্যারেন্টিং পেলে একজন ব্যক্তি এতটাই যোগ্য হয়ে উঠতে পারে যে তার জন্য সৎ থাকাটা তখন সহজতর হয়।
ভালো প্যারেন্টিং আপনার নিজের এবং এই দেশের জন্য এতই গুরুত্বপূর্ন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।