প্যারেন্টিং - ৪০
আপনার বাচ্চার স্মার্টফোন এডিকশন দূর করার জন্য এক বছরের জন্য আপনি নিজে স্মার্টফোন ব্যবহার থেকে দূরে থাকুন। বাসার সকল ট্যাব আর স্মার্টফোনগুলো বিক্রি করে দিন অথবা এমনভাবে ব্যবহার করুন যেন বাচ্চা এক সেকেন্ডের জন্যও সেগুলো দেখতে না পায়। বাসায় কম্পিউটার থাকলে সেটায় যেন বাচ্চার সামনে কেউ ইউটিউব না দেখে বা গেম না খেলে।
ট্রাই করে দেখেন। ফলাফল কী হচ্ছে তার আপডেট জানাতে পারেন কমেন্টে।
টিপসটা খুবই সিম্পল। যদিও পালন করা হয়তো কঠিন হতে পারে আপনার/আপনাদের জন্য। কিন্তু মনে রাখেন, আপনার বাচ্চার ভবিষ্যত নির্ভর করছে এর উপরে। স্মার্টফোন বা ট্যাব এডিকশন খুবই খারাপ ব্যাপার।
পুনশ্চঃ এটা মূলত আগের পর্বগুলোর প্রেক্ষিতে অনেকের করা প্রশ্নের উত্তর পর্ব। এখানেও কমেন্টে বা ইনবক্সে প্রশ্ন রাখতে পারেন। আপনাদের এই প্রশ্নগুলো আসলে আমার প্যারেন্টিং নিয়ে বইটাকে আরো সমৃদ্ধ করছে। তাই অগ্রিম ধন্যবাদ।
পুন:পুনশ্চঃ এটা ফ্রি এডভাইস ছিলো না। এই টিপস কাজে লাগিয়ে যারা এডিকশন দূর করতে পারবেন, তারা আমাকে কফির দাওয়াত দিবেন। :D
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।