আমার একটা উইন্ডোজ ডেস্কটপ আছে। গতকালকে পুরো কম্পিউটার ফরম্যাট দিয়ে উইন্ডোজ ১১ লাগিয়েছি। মাইক্রোসফটের সাইট থেকে সরাসরি ইনস্টলার মিডিয়া (পেন ড্রাইভে) বানাতে ৫-৬ মিনিটের মত লাগলো। ৫গিগাবাইট সাইজের এই ড্রাইভ অনলাইন থেকে এত দ্রুত তৈরি হতে দেখেই মুগ্ধ! উইন্ডোজও ইন্সটল হয়ে গেল দশ মিনিটের ভেতরে। কনফিগারেশন আর প্রয়োজনীয় সব সফটওয়্যার-টুল সেটাপ করতে অবশ্য ঘন্টাখানেক লেগেছে। কিন্তু, পুরো ট্রানজিশনটা খুব স্মুদ ছিলো।
সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ওয়েব সার্ভার (MAMP) প্যাকেজ + নেটবিনস + মাইক্রোসফট এজ ব্রাউজারে বারোটা ট্যাব মিলিয়ে মাত্র ৬ গিগাবাইট জায়গা নিয়েছে RAM-এ এবং সিপিউ ইউজেস ২% - ১০% এর ভেতরে থাকছে। ইউজার ইন্টারফেস আর ইউএক্সও স্মুদ বেশ। নেটবিনসের মত খতরনাক IDE ১০ সেকেন্ডে ওপেন ও রেডি হয়ে যাওয়াটাও ইন্টারেস্টিং লেগেছে। মাইক্রোসফটের এত উন্নতি দেখে ভালো লাগতেছে।
দীর্ঘদিনের ম্যাক ব্যবহার থেকে স্লোলি আবার উইন্ডোজে ফিরে আসতেছি বলা যায়। কোড করা ছাড়া ম্যাকবুক তেমন ব্যবহার করা হচ্ছে না আজকাল। অবশ্য দু'টো ২৭" মনিটর উইন্ডোজে পিসিতে কানেক্টেড থাকাটা বড় কারণ ছিলো এতদিন, কিন্তু উইন্ডোজ ১১ আসলেই ভালো লাগতেছে। মনে হইতেছে উইন্ডোজেই ব্যাক করবো পুরোপুরি।
অ্যাপল দিন দিন বাজে হইতেছে আর মাইক্রোসফট স্মুদ হইতেছে। গুড জব মাইক্রোসফট!