জনগনরে বিভক্ত রাখা হচ্ছে ক্ষমতাশীনদের একটা গুরুত্বপূর্ন এজেন্ডা। কারণ, পাবলিক ঐক্যবদ্ধ হয়ে গেলে পৃথিবীর কোন সেনাবাহিনী বা কোন বাহিনীর পক্ষেই সেটার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা নাই। তাই কখনো ধর্ম, কখনো জাতীয়তাবাদ, কখনো এটা-সেটা যা যা আছে, সবকিছু ব্যবহার করে শাসক-গোষ্ঠী জনগনরে বিভক্ত করতে থাকে। হাজার হাজার বছর ধরে তাই হয়ে এসেছে।

তারপর... তারপর যখন তারা বিপদে পড়ে, তখন জনগনরে এক হতে বলে। ঐক্যবদ্ধ হতে বলে। কারণ, নিজেদের স্বেচ্ছাচারীতার জন্য তাদের নিজেদের রাজত্বই তখন ধ্বংসের মুখে।

পৃৃথিবীর জনগন অবশ্য এক হয় একসময়। এসব ‌অ্যাম্পায়ারদের বিরুদ্ধে। ইতিহাসে ঘুরে ঘুরে এরকম অনেকবার ঘটেছে। সব ভেঙ্গেচুরে আবার নতুন করে তৈরি করেছে পাবলিক। আমরা সম্ভবত সেরকম একটা সময়ের সাক্ষী হতে যাচ্ছি আবারো। আগামী পঞ্চাশ-ষাট বছরের ভেতরে সব ভেঙেচুরে নতুন করে দাঁড়াবে আবার।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।