বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মত হবে ভেবে আনন্দ পাওয়ার কিছু নেই। একটা বিষয় মাথায় রাখেন। যাদের কারণে দেশের অবস্থা খারাপ, তারা কিন্তু সম্পদ গড়েছে দেশের বাইরে এবং সময়মত পালিয়ে যাবে। বিপদে পড়বে দেশে থাকা সাধারণ পাবলিক।

আপনার যদি সিক্স ফিগারের স্যালারিও থাকে, এত নিশ্চিন্ত হইয়েন না। কোভিড সময়কালে সবচাইতে বেশী জব হারিয়েছে সিক্সফিগারওয়ালারা। আর সাধারণ মানুশের ক্রয়ক্ষমতা কমে গেলে যারা আপনাকে সিক্স ফিগারের স্যালারি দিচ্ছে, তাদের ব্যবসাও কমে যাবে এবং আপনি জব হারাবেন। আপনার জন্য আর খারাপ খবর হচ্ছে— যোগ্যতা বেশী থাকার কারণে সাধারণ জবগুলোতে আপনাকে কেউ নিবে না (কারণ, তারা জানে যেকোন সময় আপনি সুইচ করবেন)। ফলে, আপনার বিপদ আরো বড় আকারে আসবে।

আপনি যদি বিসিএস ক্যাডার হয়ে থাকেন, এত নিরাপদ বোধ কইরেন না। সরকার জনগনের ট্যাক্সের টাকায় আপনাকে পোষে। সরকারের আয় না থাকলে আইন পরিবর্তন করে আপনাকে ছাঁটাই করতে সরকারের এক সপ্তাহও লাগবে না। তাছাড়া, জনরোষের ভয় তো আছেই। জনগন রাজনৈতিক নেতাদের পাশাপাশি আপনাদেরকেও ধরবে (শ্রীলংকায় দেখেন কী হয়েছে)। রাজনৈতিক নেতারা তো দেশ ছেড়ে পালিয়ে যাবে, আপনি পালাতে পারবেন না।

যারা ব্যবসা-বানিজ্য করে সুখে-শান্তিতে আছেন, আপনাদের ভয় আরো বেশী। এটা মাথায় রাখেন যে জনগনের ক্রয়ক্ষমতা কমা মানে আপনার ব্যবসা কমা। যে লোকটা মাসে ৩০/৪০ হাজার টাকা ইনকাম করে, তার খরচও কম। আপনার খরচ (ওভারহেড কষ্ট) কিন্তু বেশী। সার্ভাইব করা আপনার জন্য বেশী ডিফিকাল্ট হবে। কোভিড-১৯ অলরেডি কিছুটা ডেমো দিয়ে গিয়েছে।

অর্থনীতি হচ্ছে একটা ট্রেনের মতন। গতি পড়ে গেলে বা থেমে গেলে আবার গতিশীল করতে অনেক সময় লাগে। তাই দেশের অর্থনীতি সচল রাখতে, দূর্নীতি কমাতে, টাকা পাচার রোধ করতে সবাই একসাথে কাজ করেন। এটা সকলের জন্যই ভালো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।