প্যারেন্টিং - ৩৯
টেবিলের উপরে একটা প্যাকেট দেখে তাতিনকে জিজ্ঞেস করলাম, "এটা কী?"
তাতিন জবাব দিলো, "আমি কী জানি..!"
তাতিন খুবই ভদ্র ও সেনসিবল বাচ্চা। এই টোনে এভাবে ওর জবাব দেয়ার কথা না। ওকে সুন্দর করে বুঝিয়ে বললাম, এভাবে প্রশ্নের জবাব দেয়াটা অভদ্রতা। ও বুঝলো এবং স্যরি বললো।
আমি জানি— যে মাইন্ডসেট থেকে লোকজন এভাবে কথা বলো, ওর মাইন্ডসেট সেরকম না। হয়তো কোথাও কাউকে বলতে দেখেছে এভাবে, ইন্টারেস্টিং লেগেছে ওর কাছে, হুবহু নকল করেছে। কিন্তু, এটা যদি কারেকশন না করে দেই, তাহলে ভাষা থেকেই এই মাইন্ডসেট ভেতরে তৈরি হয়ে যেতে পারে।
হ্যাঁ, ভাষা এতই গুরুত্বপূর্ন। আপনার বাচ্চা কিভাবে কী বলছে, কেমন ভাষা-শব্দ ও টোন ব্যবহার করছে, এসব খেয়াল রাখবেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।