জনগনের ক্ষমতা শুধুমাত্র ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা না, জনগনের আরো অনেক ক্ষমতা আছে। সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে জনগনের ক্ষমতার একটা নমুনা দেখতে পাচ্ছি কোরবানীর চামড়ার বিষয়ে। একটা ফেসবুক পোস্টে দেখলাম কোরবানীর গরুর চামড়া কার্পেটে রুপান্তর করে দেয়া অফার দিয়েছে মাত্র ৮৫০ টাকার বিনিময়ে। ১৫-২০ হাজার টাকার নিচে এধরনের একটা চামড়ার কার্পেটের পাওয়া সম্ভব না, ফলে পাবলিক এই অফার খাচ্ছে ভালোই।

এরা অথেনটিক কিনা কিংবা কতটুকু কী করতে পারবে জানি না, কিন্তু ধরনের উদ্যোগ সামনে আরো দেখা যাবে। সিন্ডিকেটওয়ালারা সামনে ন্যায্য মূল্যেও আর গরুর চামড়া পাবে না।

এভাবে সব সিন্ডিকেটের বিরুদ্ধেই জনগন একদিন কিছু না কিছু দাঁড় করিয়ে ফেলবে। এটাই জনগনের প্রকৃত শক্তি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।