সহজ জীবন - ২৩
একজন ব্যক্তির তিনটা জগৎ থাকে—
১. ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে একটা জগৎ
২. ক্যারিয়ার-ব্যবসা বা জাগতিক কাজকর্মের আরেকটা এবং
৩. নিজের ব্যক্তিগত জগৎ
এই তিন জগতের নিয়ম ও প্রায়োরিটি আলাদা আলাদা। যারা এক জগতের সাথে আরেক জগতকে গুলিয়ে ফেলে, তাদের নিয়েই ঝামেলাটা হয়। এই যেমন— ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি জগতে আবেগ অনেক গুরুত্বপূর্ন। কিন্তু সেই আবেগ যদি আপনার ক্যারিয়ারে একই রকম প্রায়োরিটি পায়, তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না।
এক জগতের কোন গুরুত্বপূর্ন নিয়ম অন্য জগতে কম গুরুত্বের কিংবা নিষিদ্ধও হতে পারে। এগুলো যে যত ভালো জানে ও বুঝে, সে তত ভালো করতে পারে।