কোরবানীর সময় মেয়ের শশুর বাড়িতে গরু-খাসি পাঠানোর যে রেওয়াজ, এটাও যৌতুক। যারা এধরনের পরোক্ষ যৌতুকরে সামাজিক রীতিতে পরিনত করেছে, তাদের কোরবানী হওয়া তো দূরের কথা, এরা মুসলিম নামেরই কলংক। এরা ছোটলোক।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।