আমরা যখন পড়ি তখন বই/লেখা থেকে খুবই ধীরগতিতে তথ্য নিতে পারি। এভাবে তথ্য গ্রহণ করার ব্যান্ডউইথ এতই কম যে আমাদের এই ছোট জীবনে খুব বেশী কিছু শেখা সম্ভব না। কিন্তু দেখবেন কিছু লোক ঠিকই এই ছোট জীবনেও বহুকিছু শিখে ফেলছে বা করে ফেলছে। ইলন মাস্কের কথাই ধরুন, মাত্র ৫০ বছরেই কতগুলো ইন্ড্রাস্ট্রিতে মাস্টার হয়ে বসে আছেন।
তারা এটা কিভাবে করে?
সহজভাবে বললে— চিন্তা করার ক্ষমতাকে ব্যবহার করে। কল্পনা (imagination) + চিন্তা (thought) আপনার শেখার গতি বাড়িয়ে দেয়।
চিন্তা আমাদের ব্রেইনে তথ্যকে বিবর্ধিত করে। যখন আপনি চিন্তা করতে শেখেন, তখন দুই লাইন পড়লে ব্রেইনে সেটা গিয়ে কয়েক গুন হয়ে যায়। সাথে ইমাজিনেশনন যোগ হলে আরো কয়েক গুন হয়। যার চিন্তা করার ক্ষমতা যত বেশী, ইমাজিনেশন যত ভালো, তার এই তথ্য বিবর্ধনের হার তত বেশী।