জীবিকা টেনশন দূর করে দিতে পারলে প্রচুর ভালো লেখক-চিন্তক আমরা তৈরি করতে পারবো। অনলাইনে কত ধরনের আয়ের উপায় আছে। ইংরেজীতে দক্ষতার অভাবে এদেশের লোকজন সেগুলোর খোঁজ পায় না কিংবা পেলেও ভালোভাবে কাজে লাগাতে পারে না।
ভালো করে ইংরেজী শিখেন। নয়তো আমরা আপনাদের সেসব পথ দেখিয়ে দিলেও আসলে লাভ হবে না তেমন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।