সহজ জীবন - ২২
অহংকাররে কেন আমি হীনমন্যতার মুখোশ বলি তার একটা ছোট ব্যাখ্যা দেই।
মনে করেন আপনার সামনে এক হাজার মাইল লম্বা একটা রাস্তা। কিন্তু আপনি পাঁচ মাইল পার হয়েই ভাবতেছেন—আপনি তো অনেকদূর পৌঁছে গেছেন এবং সেইটা নিয়া অহংকার করেন। আপনি আসলে ঐ এক হাজার মাইল রাস্তা পার হওয়ার কথা স্বপ্নেও কল্পনা করতে পারেন না। এমনকি এই পাঁচ মাইলও যে পার করতে পারবেন, সেটাও ভাবেন নাই। কারণ, নিজের সম্পর্কে আপনার ধারণা খুব একটা উঁচা না। আপনার ভেতরে হীনমন্যতা আছে। আর তাই পাঁচ মাইলরেই বিশাল কিছু ভেবে অহংকার করতেছেন।
বস্তুত, মানুশ যা নিয়া অহংকার করে; একটু উপর থেকে তাকালেই বুঝা যায় সেটা কতটা ক্ষুদ্র একটা অ্যাচিভমেন্ট।