অনলাইনে একটা ব্যাগ অর্ডার দিলাম। হ্যাম্প (Hemp) ফাইবারের তৈরি (মানে গাঁজা গাছ থেকে তৈরি সুতা)। এই ফাইবারের সাসটেইনেবিলিটি নাকি সবচাইতে ভালো। ব্যাগ কোম্পানী এটার জন্য লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। এর আগে হ্যাম্প ফাইবারের তৈরি জুতা বের করেছিলো এরা, সেটার ট্রাস্ট পাইলট রেটিং দেখে এদেরকে লেজিট মনে হলো।

প্রোডাক্টিভ হলে পাবলিক কত কী করতে পারে! আনপ্রোডাক্টিভরা তো গাঁজা খাইয়াই কুল পায় না!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।