এডুটেকের যতটুকু বিকাশ ২০৩০ নাগাদ হওয়ার কথা, কোভিডের কারণে সেটা এখনি হচ্ছে। আমেরিকার এডুটেক মার্কেট নিয়ে আমরা গত দুই মাস ধরে ঘেঁটে যা বুঝলাম, ওখানে প্রচুর সম্ভবনা আছে আমাদের জন্য। আমরা যে কয়টা সার্ভিস স্টাডি করলাম, খুব সাধারণ সব সার্ভিসে মিলিয়ন মিলিয়ন পেইড সাবসক্রাইবার।

আমেরিকার এডুটেক মার্কেট বুমিং। ওখানকার স্কুল শুটিং এর ঘটনাগুলো প্যারেন্টসদের মনে যে ভীতি তৈরি করেছে, এটাও এডুটেকের উত্থানে প্রভাবক হিসেবে কাজ করছে। বিশেষ করে গত সপ্তাহে যে ১৯টা বাচ্চাকে মেরে ফেললো, আমেরিকানদের উপরে সেটা মারাত্বক প্রভাব ফেলছে। ওখানকার স্কুলিং সিস্টেম পুরোপুরি অনলাইনে চলে আসলেই প্যারেন্টসরা খুশী, এমন একটা অবস্থা।

বাংলাদেশে যারা এডুটেকে ইনভেস্ট করতেছেন, আপনারা আমেরিকার দিকে নজর দেন। এত বিশাল মার্কেট, আমরা ১০০ টা স্টার্টাপ দিয়েও পুরো মার্কেট কাভার করতে পারবো না। ভারতীয়রা ঐ মার্কেটটা খেয়ে ফেলার আগেই আসেন আমরা ধরতে শুরু করি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।