এখন থেকে ভার্সিটিয়ান-থিংকার একটা আমেরিকান স্টার্টাপ। ছবিতে যে বাড়িটার সামনে একটা গাড়ি পার্ক করা অবস্থায় দেখতে পাচ্ছেন, ওটা আমাদের সাময়িক হেড-কোয়ার্টার।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।