ফেসবুকে আমার দুইটা জিউশ ফ্রেন্ড আছে। দুইজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একজনের সাথে পরিচয় হয়েছিলো অনলাইনে গেম খেলতে গিয়ে, আরেকজনের সাথে একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে। এরা যে কোন লেভেলের জিনিয়াস! বন্ধুত্বটা এজন্যই হয়েছে মূলত।
এই দুই জিনিয়াসের সাথে মোটামুটি সব টপিকেই চমৎকার আলোচনা করা যায়। আর এদের পোলাইটনেসও এক্সট্রা অর্ডিনারি লেভেলে। এদের IQ যেমন হাই, EQ-ও তেমন।
তো, এদের একজন গতকাল 'ই-য-রা-ইল একটা টে/রোরিস্ট নেশন' লিখে ফেসবুকে স্ট্যাটাস দিছে। ঐখানে তার অন্য জিউ ফ্রেন্ডরা এসে আর্গুমেন্ট করতেছে। সেই আর্গুমেন্টও দেখার মত। আর্গুমেন্ট আসলে কিভাবে করতে হয়, অন্যের প্রতি কতটা রেসপেক্ট দেখানো সম্ভব একটা তর্কের মাঝে, এগুলো আমি এই ছেলের অতীতের বিভিন্ন আর্গুমেন্টেও দেখেছি। ভালো লাগে দেখতে।
আমার দীর্ঘদিনের একটা পর্যবেক্ষন এরকম— 'যে মানুশ যত বুদ্ধিমান সে অন্যের প্রতি তত সম্মান দেখাতে পারে।' এদেরকে দেখে আমার এই ধারণাটা আরো শক্ত হয়।