বাংলাদেশের আবহাওয়ার আদ্রতা ও তাপমাত্রায় এই ডিভাইসটা (WaterGen) প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ লিটার বিশুদ্ধ সুপেয় পানি তৈরি করতে পারবে বাতাস থেকে। বাংলাদেশে পাওয়া গেলে কিনতাম একটা। কেউ ইমপোর্ট করেন ভাই। ঢাকার ওয়াশার পানির যে অবস্থা! গুলশান, বনানী, উত্তরায় অন্তত বিশ-ত্রিশ হাজার ডিভাইস চোখ বন্ধ করে বেচতে পারবেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।