গতকাল ক্ষমতাচ্যুত হওয়া মাহিন্দা রাজাপক্ষ শ্রীলংকায় জনপ্রিয় নেতা ছিলেন। যোগ্যতার অভাব থাকলে জনপ্রিয়তা যে কোন কাজে আসে না, সেটার একটা উদাহরণ হয়ে থাকবেন তিনি।
পৃথিবীর সবচাইতে শিক্ষিত জাতিগুলোর ভেতরে শ্রীলংকা একটা। এডুকেশন রেট ৯৫% এর উপরে থাকে সবসময়। ওদের এডুকেশন সিস্টেম আমাদের থেকে অনেক উন্নত। এত শিক্ষিতের একটা দেশে এরকম একজন অযোগ্য ও দূর্নীতিবাজ লোক এত জনপ্রিয় হওয়ার রহস্য কী বলেন তো?