এই কথাটা আমি অনেকের কাছেই শুনেছি যে, সরকারী কর্মকর্তারা ঘুষ খেতে বাধ্য হয় অনেকটা বউ ও শশুরবাড়ির লোকজনের প্ররোচনায়। রেলমন্ত্রীর বউয়ের ফোনে যে টিটিইর চাকরি গেল, এটাও এধরনেরই একটা ঘটনা।

আবার এরকম পাবলিকও আমি চিনি; যারা টুকটাক দূর্নীতিও করতে পারে না বউয়ের কারণে।

লাইফ পার্টনার বাছাইয়ের সিদ্ধান্ত হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ন সিদ্ধান্তগুলোর একটা। কতকিছু যে মাথায় রাখতে হয়!

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।