কমিউনিকেশন স্কিল - ১৫
উভয় পক্ষের বেনিফিট আছে যে যোগাযোগে, সেটা ব্যবসা। শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য যে যোগাযোগ তৈরি করা হয়, সেটাকে বলে ধান্ধাবাজি।
দিন শেষে ধান্ধাবাজদের কোন নেটওয়ার্ক থাকে না। এমনকি এদের সাথে চললে আপনাকেও অন্যরা ধান্ধাবাজ ভেবে দুরত্ব বজায় রেখে চলতে পারে। কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এসব মাথায় রাখা জরুরী।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।