আমার মনে হয় সামনে যে ভয়াবহ খারাপ সময় আসতে যাইতেছে, তখন মুসলিমরা সার্ভাইব করে যাবে শুধুমাত্র যাকাত ব্যবস্থা আর দান-খয়রাতের জন্যই। মানে, এটলিস্ট না খেয়ে মারা যাবে না আরকি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।