লম্বা ছুটি পেয়ে শুধু ঢাকাই ফাঁকা হয়নি, ফেসবুকও অনেকটাই ফাঁকা। লোকজন পরিবারের সবার সাথে আনন্দে আছে। 'কথা বলার মানুশ থাকলে, ভালো সময় কাটানোর উপায় থাকলে কেউ ফেসবুকে সারাক্ষন পড়ে থাকে না', এটা আমার একটা ক্ষুদ্র পর্যবেক্ষণ।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।