মাঝে মাঝে শাওয়ার নিতে নিতে গান গাই। আর এতেই উত্তরা কাকমুক্ত হয়েছে। উত্তরা গ্রামবাসী আমার এই অবদানের কথা জানে না। একটা টিভি চ্যানেলের মালিক হলে পুরো দেশকে কাকমুক্ত করে ফেলবো, সেদিন জানবে।
পিক ফর অ্যাটেনশন!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।