একজন জানতে চাচ্ছিলেন, দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কেন লিখি না আগের মত।
আসলে সময়ের অভাব। কোন ইস্যু নিয়ে কিছু লিখতে হলে সেটা নিয়ে ঘাঁটাঘাটি করতে প্রচুর সময় নষ্ট হয়। হুট করে হোমপেজে কিছু একটা দেখেই শেয়ার করে দেয়া বা কিছু বলে ফেলা বোকামী। অনেক সময় সেটা গুজব প্রোপাগেটে সহায়ক হয়। আজকাল তো সব জায়গাতেই গুজবের ছড়াছড়ি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়াতেও। আমার আসলে মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া কোনটার উপরেই ঈমান নাই। একটিভিজমের গুরুত্ব অস্বীকার করতেছি না কিন্তু এরচাইতেও গুরুত্বপূর্ন কাজ আছে করার মত। তাছাড়া, একটিভিজমের জন্য তো বহু লোক আছে।
মাঝে মধ্যে বিভিন্ন চিন্তা-ভাবনা আর ইনসাইট তো শেয়ার করি। ইদানিং সেটা করাও বিপদজনক। দেখা গেল সোশ্যাল মিডিয়াতে কোন একটা ইস্যু চলতেছে যা আমার জানা নাই। ঐদিকে আমার শেয়ার করা কোন ইনসাইটরে সেই ইভেন্টের সাথে রিলিভেন্ট ভেবে কে যে কী মনে করে, বলা মুশকিল। ফলে, লেখালেখিটা ধীরে ধীরে ফেসবুক থেকে ত্রিভুজ ডট নেটে নিয়ে যাচ্ছি।
আর, আপনি যদি মনে করেন সোশ্যাল একটিভিজম করে সমাজের যতটুকু উপকার করতে পারবেন; কাজ করে তারচাইতে বেশী করতে পারবেন, তাহলে কাজে মনোযোগ দেয়াই ভালো। মানে, আমার এরকমই মনে হয় আরকি।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।