শুধুমাত্র ভালো ইংরেজী না জানার কারণে অনেকে নিজের স্কিলগুলোর ভালো ব্যবহার করতে পারে না। যেমন ধরেন একজন শিক্ষক হিসেবে খুব ভালো। তিনি যদি ভালো ইংরেজী জানতেন তাহলে এখন যা উপার্জন করছেন তার কমপক্ষে তিন/চারগুন বেশী উপার্জন করতে পারতেন। যদি জানতে চান কিভাবে, একটু অপেক্ষা করেন। থিংকার স্কুল থেকে আমরা কিছু ফ্রি ওয়ার্কশপ করবো। ওখানে বিস্তারিত জানানো হবে। তো, কথা হচ্ছে ইংরেজী শিখেন আপনারা। বিশেষ করে যারা এখনো স্টুডেন্ট, টিউশনি করেন, আপনারা একটু ভালো করে শিখেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।