ইসরায়েল রিজার্ভ হিসেবে চীনা মুদ্রা ইউয়ান রাখতে শুরু করেছে। এটা খুব গুরুত্বপূর্ন নিউজ। বিশেষ করে বর্তমান সিচ্যুয়েশনে এটা আমেরিকাকে চটকানা দেয়ার মত একটা ব্যাপার।
জায়োনিস্টরা আমেরিকারে একদিন কঠিন লাথি দিবে, এটা আমার প্রায় বিশ বছর আগের প্রেডিকশান।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।