প্যারেন্টিং - ৩৭ এবং সহজ জীবন - ২১
এক পিচ্চি পপুলার হওয়ার টিপস চাওয়াতে জিজ্ঞেস করলাম—
: তোমার সেল করার মত কিছু আছে?
: নাই।
: তাহলে পপুলার হয়ে কী হবে?
আপনার যদি সেল করার মত কিছু না থাকে তাহলে পপুলারিটি আপনার জন্য লস। কারণ, পপুলারিটির কস্ট আছে। কিছু সেল করে তারচাইতে বেশী রেভিনিউ করতে না পারলে আপনি লসের উপরেই থাকবেন।
পপুলারিটির কস্ট অনেক রকম, এর একটা হচ্ছে সময়। টাকার চাইতে সময়ের ইনভেস্টমেন্ট বেশী গুরুত্বপূর্ন। যার বয়স যত কম তার সময়ের মূল্য তত বেশী কারণ একটা বয়সের পরে আমাদের গ্রোথ রেট কমতে শুরু করে।
আপনার বাচ্চা যদি ইউটিউব/টিকটক করে পপুলার হতে চায়, তাকে এটা বুঝান। সেই সাথে টাকা ও ক্যারিয়ারের পার্থক্যও বুঝান। টাকার চাইতে ক্যারিয়ার/প্রোফাইল গুরুত্বপূর্ন। ক্যারিয়ার/প্রোফাইল ভালো হলে টাকার জন্য কখনো ভাবতে হয় না, ওটা এমনি আসে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।