থিংকার প্যাড আর কিডস বুক নামে দু'টো প্রোডাক্টের RnD-র জন্য এই দু'টো ডিভাইস আনালাম আমেরিকা থেকে। ডিভাইস দু'টোর প্যাকেজিং, বিল্ড-কোয়ালিটি এবং পারফরম্যান্সে চমৎকার।
লেনেভোর ইয়োগা ট্যাবটা ২৫০ ডলারের ভেতরে চমৎকার পারফরম্যান্স দিচ্ছে। বিশেষ করে সাউন্ড অসাধারণ যা বাচ্চাদের জন্য দরকার, অনলাইন ক্লাশ বা কনটেন্ট দেখার জন্য। আইপ্যাডের পরে এত ভালো সাউন্ড আর কিছুতে দেখিনি এখন পর্যন্ত।
অনিক্স বুক্স নোট এয়ার ২ এর বিল্ড কোয়ালিটি ও পারফরম্যান্সও ভালো। সফটওয়্যার পারফরম্যান্স আর কয়েকদিন পরে বলতে পারবো। কিন্তু রিডিং ট্যাব আর নোট টেকিং এর জন্য এটার মার্কেট রিভিউ সবচাইতে ভালো এখন পর্যন্ত।
দু'টো ডিভাইসেরই বিল্ড কোয়ালিটি ও পারফরম্যান্সে আমি হ্যাপি কিন্তু প্রাইসে হ্যাপি না। আমরা চেষ্টা করবো এর অর্ধেক প্রাইসে একই কোয়ালিটি বা এরচাইতে বেটার কোয়ালিটি প্রোভাইড করতে। দেখা যাক!
মার্কেটে যত ধরনের ট্যাব আছে, সবগুলোর একটা করে মডেল কেনা দরকার। আপাতত সেটা না করে সবচাইতে ভালোগুলো কেনার প্ল্যান। আপনাদের দৃষ্টিতে মিড বা লো বাজেটের ভেতরে সবচাইতে ভালো ট্যাব কোনগুলো?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।