ফেসবুক যে এরকম ১০/১২ বছর আগের মেমরী মনে করিয়ে দেয়, এটা ফেসবুকের সবচাইতে ইন্টারেস্টিং একটা ফিচার। নষ্টালজিক!
আরো ২০/৩০ বছর যদি বেঁচে থাকি এবং ফেসবুক যদি ততদিন টিকে থাকে, তাহলে এসব মেমরী আরো দারুন লাগার কথা। ফ্লিকারে ২০০৫/০৬ এর ছবিগুলো যখন দেখি (যেগুলো এমনি কোথাও নেই), ভালো লাগে।
এই ব্যাপারটার জন্য হলেও ফেসবুক বা অনলাইনে লেখালেখ বা কিছু তুলে রাখা একটা দারুন ব্যাপার। বুড়ো বয়সে এসব মেমরীর মূল্য অনেক ইওয়ার কথা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।