ভারতের আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, আগামী ২০-২৫ বছরের ভেতরেই অখন্ড ভারত দেখতে পাওয়া যাবে।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা। ১৫ এপ্রিল। ২০২২
আমার প্রেডিকশন বলে উলটোটা। আগামী এক যুগের ভেতরেই ভারত ভেঙ্গে টুকরা টুকরা হওয়ার কথা। জিওপলিটিক্যাল কারণে আমি কখনো এই ভাঙনের পক্ষে ছিলাম না। কিন্তু, এখন এটা আসলে আমাদের স্বাধীনতার প্রশ্নে এসে দাঁড়িয়েছে। ভারত ভেঙ্গে যাক। নয়তো আমরা কেউ আর নিরাপদ নই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।