প্লাস্টিক নিয়ে পৃথিবী বিপদে আছে। প্লাস্টিক রিসাইকেল করে প্রফিট করা অসম্ভব ব্যাপার, তাই প্লাস্টিক রিসাইকেল ইন্ড্রাস্ট্রিও দাঁড়ায় না। চায়নাতে কিছু ছিলো, চাইনিজ সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে কারণ কোম্পানীগুলো যে সামান্য লাভ করতো, তারচাইতে সরকারের খরচ বেশী ছিলো এর পরিবেশগত ঝুঁকি নিউট্রাল করতে গিয়ে। এবিষয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম ইনস্পায়ার টু লার্ন গ্রুপে। লিংক দিলাম কমেন্টে।
প্লাস্টিক যেহেতু রিসাইকেল সম্ভব না, ফলে প্লাস্টিক উৎপাদন বন্ধ না করলে একদিন পৃথিবীর অধিকাংশ মানুশ না খেয়ে মারা যাবে খাবারের অভাবে। কারণ, প্লাস্টিক আমাদের মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে এবং পানি দূষণ বাড়াচ্ছে। টুডে অর টুমরো প্লাস্টিক থেকে আমাদের বের হয়ে আসতে হবেই। কিন্তু, এর ভেতরে যে পরিমান প্লাস্টিক পৃথিবী তৈরি করে ফেলেছে, এগুলোর ক্ষতি তো বয়ে বেড়াতে হবে। এই ক্ষতি থেকে বাঁচার একটা আইডিয়া মাথায় ঘুরতেছে। জানি না কতটুকু ফিজিবল। আইডিয়াটা এরকম-
বর্জ্য প্লাস্টিকগুলো রিসাইকেল করে কৃত্তিম দ্বীপ কিংবা ভাসমান ভিলা তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এমনকি পণ্য পরিবহনের জন্য জাহাজ বা Raft টাইপ কিছু বানানো যেতে পারে। প্রচলিত মেটাল বডি জাহাজগুলো সমুদ্রের লোনা পানির কারণে খুব দ্রুতই এক্সপায়ার হয়ে যায়। প্লাস্টিকের তৈরি জাহাজা বা Raft এর ক্ষেত্রে সেটা হবে না।
বাড়ি ও দ্বীপ তৈরির ক্ষেত্রে ইউনিবডি স্ট্রাকচার না তৈরি করে মডিউলার স্ট্রাকচার ব্যবহার করা যেতে পারে। চারকোনা বড় বড় বক্স। হাজার হাজার বক্স মিলে একটি দ্বীপ। কয়েক ডজন বক্স দিয়ে একটা ভাসমান ভিলা।
আবার যেসব অঞ্চলে হাজার হাজার মাইল জুড়ে জলাভূমি, চাষের জমির অভাব, সেখানে এসব প্লাস্টিকের বক্স দিয়ে কৃত্তিম ফসলের জমি তৈরি সম্ভব। এটা অবশ্য ওসব এলাকার পরিবেশের উপরে কিছুটা বিরুপ প্রভাব তৈরি করবে, কিন্তু চাষের জমি বাড়বে পৃথিবীতে।
প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর জন্য এসব প্রজেক্টের রিটার্ন অব ইনভেস্ট খুবই স্লো হবে, ফলে সরকারী বা আন্তর্জাতিক উদ্যোগে করা যেতে পারে। এতে অন্তত প্লাস্টিক উৎপাদন বন্ধ হওয়ার আগে পর্যন্ত যে কোটি কোটি টন প্লাস্টিক পৃথিবীর পরিবেশ ধ্বংসের জন্য দায়ী হতে যাচ্ছে, সেটা থেকে রক্ষা পাওয়া যাবে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।