আমাকে বই লিখতে দেখে তাতিয়ানারও ইচ্ছে হয়েছে সে একটা বই লিখবে। আমি বললাম— তাহলে প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে তোমাকে। গল্প লিখতে পারো।

তাতিয়ানা এখন গল্প লেখা শুরু করেছে। এই পাতাটা ওর একটা গল্পের প্রথম অংশ। আমি ভাবছি, এরকম একটা এপোক্যালিপ্টিক প্লট ওর মাথায় কিভাবে আসলো? আমরা তো ওরে বড়দের কনটেন্ট দেখতে দেই না। গল্পের সাথে ছবির রিলেশনটাও ধরতে পারতেছি না।

বাচ্চাদের মনোজগৎ খুবই ইন্টারেস্টিং...

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।