সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাস্তায় কোন প্রাইভেট কার থাকতে পারবে না, শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট চলবে। পার্সোনাল গাড়ি নিয়ে অফিসে যাওয়া কিংবা বাচ্চাদের স্কুলে ড্রপ ভোর ৬টা থেকে ৮টার ভেতরে করতে হবে। এর জন্য বাচ্চাদের সকল স্কুলের টাইম এডজাস্ট করা লাগলে সেটা করতে হবে। ট্রাফিক জ্যামের একটা সাময়িক সমাধান হতে পারে এটা।
ছয় বছর আগে অফিসটাইম সংক্রান্ত একটা আইডিয়া শেয়ার করেছিলাম। ওটা করা গেলেও অনেক কর্মঘন্টা বাঁচবে (লিংক দিলাম কমেন্টে)।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।